রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

আমরা অপেক্ষা করব, সৌমিত্র বাবু.... || ---- অরবিন্দ মুখোপাধ্যায় || সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে

 আমরা অপেক্ষা করব,  সৌমিত্র বাবু....


              ---- অরবিন্দ মুখোপাধ্যায় । 



অনন্ত দিগন্তে ধীরে ধীরে ডুবে গেল যে সূর্য 

সারাজীবন আলোকিত করে...,

এক সাগর অশ্রুপ্রণামে তিনি চললেন

অন্ধকারের দেশকেও আলো দেবার জন্য। 

তাঁর আলোয় চাঁদমুখ হয়ে আমরা আজ সূর্যমুখী... 

আবার আসুন আর হাসুন 'অপু' হয়ে

একটু একটু করে

অনন্ত জিজ্ঞাসায় বরেণ্য মহীরূহকে দেখি..।

আবার রূপসী বাংলা উর্বর হবে দীর্ঘ ছায়ায় --

অজস্র চোখ প্রত্যক্ষ করবে সেই আগমন । 

আজকের এই প্রগাঢ় অন্ধকার একটু তরল হোক--

দীপাবলীর শিখাকে উস্কে দিয়ে একটু স্মৃতিঘন থাকি। 

প্রণাম.... ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...