মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা ২০২ || নীলাঞ্জন কুমার || জীবনের কাছে নিরুপায় || শুভ বসু || এখন মুক্তাক্ষর

 কিছু বই কিছু কথা ২০২ ।    নীলাঞ্জন কুমার




জীবনের কাছে নিরুপায় ।  শুভ বসু । এখন মুক্তাক্ষর । চল্লিশ টাকা ।


প্রয়াত কবি শুভ বসু- র কাব্যগ্রন্থ পড়তে পড়তে  একটাই কথা মনে আসে,  কত অপাংক্তেয় ও অগুণসম্পন্ন কবিতা লেখকবর্গ কিভাবে হাঁকডাক করে নিজেদের কবি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য মেতে উঠেছেন ও কিছু মানুষ ধরেকরে নিজেদের মূল্যায়নের বই প্রকাশ করেছেন নিজ খরচায় । কিন্তু কত ভালো কবি মূল্যায়নহীন হয়ে থেকে যাচ্ছেন, যেমন কবি শুভ বসু । যিনি লেখেন:  ' বাহান্নখান হতে চলেছেন সতী নন , খোদ ভারতবর্ষ,  '  ' সন্ধ্যাতারা মগ্নতায় বাজায় ভায়োলিন,  স্মার্ট ভঙ্গিতে বলতে গেলাম,  ' নেই সহজাত কবচ কিংবা কুন্ডল,  /  কর্ণ নই যে চাইবামাত্র দিতে প্রতিজ্ঞাবদ্ধ । ' এর মত লাইনগুলো পড়ে  পাঠকবর্গের দিকে তাকিয়ে সপাটে বলতে ইচ্ছে হয় যে তারা এ নিয়ে চর্চা করে না,  অথচ একটু কষ্ট করে খুঁজে পেতে পড়ে ফেলতেই পারেন কবি শুভ বসুর ' জীবনের কাছে নিরুপায় ' , যাতে তারা একঘেয়ে হয়ে ওঠা প্রচুর পরিমানের কবিতা থেকে বেরিয়ে বাড়তি অক্সিজেন পেতে পারেন ।
               কবি প্রধানত জীবনের বিভিন্ন দিক দিয়ে চিন্তা করে গেছেন তাঁর মতো করে । কোন বাহাদুরি, শব্দের ঝনঝনানি , জীবনানন্দীয় ধারার ধার ধারেননি ।  সাদাসিধে আর কবিতা হয়ে ওঠা এই সব সৃষ্টিগুলির কাছে চেয়ে থাকি,  যেমন:  ' আমাদের ঈর্ষা বাড়ে । নিষেধে,  ঘৃণায়,  কাঁটাতারে / জীবন ওখানে যত মূল্যহীন হোক,  তবুও তো/  এখনো মৃত্যুর মানে আছে ' (জীবন্মৃতের দেশ থেকে)  ,'  কানে তালা ধরানো আওয়াজে হাওয়া যে ধ্বনি ছড়ায়/  তাকে মনে হয় যেন আদিগন্ত প্রসারিত মিছিলের -'না '। ( ' একটি মৃত্যুর এত তাপ ')।
            শুভ বসু গাঢ় অথচ প্রান্ঞ্জল  কবিতা কবি লিখেছেন আনন্দে ,  সৃষ্টির যন্ত্রণায় । নভেন্দু সেনের প্রচ্ছদ যথাযথ কবিতার প্রচ্ছদ হয়ে উঠেছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...