শব্দব্রাউজ ~৪ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা
তেঘরিয়া । বিপাশা আবাসন ২৪ । ১০। ২০২০ সকাল ঠিক ৮ টা । মহাষ্টমীর পুজো । মাইকে মন্ত্রপাঠ ভেসে আসছে ।
শব্দসূত্র: সমঝদার শ্রোতৃকুল
সমঝদারেরা ফেসবুকে লাইক কমেন্ট নেই । তারা দেখে, চাখে । ভেতরে ভেতরে । যেন ফল্গু প্রবাহ । ও প্রকৃতি! কত লৌকিক, তার ভেতরে বাসা বেঁধে কত অলৌকিক । গয়ার পিন্ডদানের সময় প্রেতাত্মার আকাঙ্ক্ষা তাই বিশ্বাস অবিশ্বাসের সঙ্গে খেলা করে । সবই সমঝদারের জন্য ।
শ্রোতৃকুল কখনো মাথায় তোলে, কখনো মাটিতে আছড়ায় । শ্রোতৃকুলরা মানুষ । মানুষের হরেক নাম পাঠক শ্রোতা কবি সমঝদার বিদগ্ধ .......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন