শব্দব্রাউজ-৮ || নীলাঞ্জন কুমার
২৮।১০। ২০২০ সকাল ৮টায় । তেঘরিয়ার বিপাশা আবাসনে বইপত্র ছড়ানো ছেটানো খাটের মধ্যে বসে ভাবনা আগডুম বাগডুম । তার ভেতর থেকে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা ।
শব্দসূত্র: মুঠো মুঠো আনন্দ
মুঠো ছেড়ে বেরিয়ে যাওয়া সময় স্বাভাবিক । আসলে সময়কে দাস বানাতে গেলে তুমি গবেট বনবে । মুঠোর সময় মানেই বর্তমান, এই আছে এই নেই । অতীত ইতিহাস হয়ে জাঁকিয়ে বসে আর ভবিষ্যত ভাবনা বাড়ায় । সুতরাং এ সব ভাবনা ভাবলে আসল ভাবনা থাকবে না .....
মুঠোবন্দি জীবনের ছটফটানির অভিজ্ঞতা সকলের । ইচ্ছেয় অনিচ্ছেয় সে ছটফটানি সয়ে নিতে হয় । দুঃখের পর এত মধুর কেন মনে হয় আনন্দকে! আনন্দ মানেই কি শান্তি? কত ক্ষণস্থায়ী! আবার মুঠোবন্দি দুঃখ, যেতে চায় না ।
আনন্দ ঘটনা বয়ে নিয়ে আসে । ঘটনার ঘনঘটা কাঁসাই নদীর জলে ফেলে দিলেও স্মৃতির ভেতরে তবু আনন্দ । অবদমন থেকে উঠে এসে নিউরোনে মুক্তির আভাস । আনন্দ ভাবলেই আনন্দ । আবেগীয় .....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন