অতৃপ্তি
দীপক কর
যে-কবিতা পাঠে
এবড়ো খেবড়ো
শব্দ-পাথরের হোঁচট
ক্ষত-বিক্ষত পাঠক-হৃদয়
তৃষ্ণার শান্তি কোথায়!
পাঠকের আনন্দাশ্রু
সুখাস্বাদনে
' উপল ব্যথিত হৃদয়'
অতৃপ্ত অসহায়!
কবি, তোমার পথচলা
একাকিত্বের নির্জনে
পাঠকের আবেগ-রশ্মি
প্রবেশাধিকার হীন!
👇 👉 Click here for registration...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন