শনিবার, ২১ নভেম্বর, ২০২০

শব্দব্রাউজ ২১ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ২১। নীলাঞ্জন কুমার




তেঘরিয়ার বিপাশা আবাসন সকাল সাড়ে আটটা । ফেসবুকে হরেক কবিতা । পড়লাম । মনে হয় সবই সময়ের বন্দি ।



শব্দসূত্র  :  সময় ঘড়ির সামনে



সময় কোথা থেকে আসে কোথায় মিশে যায় কেউ কি জানো? সময় অতীত হলে তাকে ধরার মতো পাগলামি প্রকৃত পাগলের নেই  , সেও জানে সময় মানে তাৎক্ষনিক । অথচ সেই সময় নিয়েই সবার মাতামাতি ।
মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে মজা পাই  অথচ সেই সময় মুহূর্ত কোথায়!  শুনি টাইম মেশিনের কথা,  কল্পবিজ্ঞান নিয়ে কি দারুণ মাতামাতি করি । অথচ.....




ঘড়ির কাছে দাঁড়িয়ে সময় গুনি এক...দুই ...তিন , ঘড়ির শব্দে কি নতুন সুর ভেসে আসে? দুর্লভ জীবনের সঙ্গে টিকটিক আর লাবডুব শব্দ যেন এক । লাবডুব একদিন থেমে গেলেও টিকটিক থামে না ।  জানি আমার কোন সময়জ্ঞান নেই,  আছে আকুলতা, সময় জয় করার উদগ্রতা,  সময়হীন কোন জায়গায় চলে যাবার বাসনা । যেখানে প্রতিটি শ্বাসে সুগন্ধ,  প্রতিটি মুহুর্তে সুখ ।




সামনে যারা আসছে যাচ্ছে তাদের কি কোনদিন মনে থাকবে?  জানা যাবে তাদের নামধাম ! কালের স্রোতে হারানোর মতো স্বাভাবিক সব কত অক্লেশে জীবন মেনে নেয় । হাতড়াই চেনা অচেনার মধ্যিখানে দাঁড়িয়ে । যারা চলে যাচ্ছে তাদের কাছে আমিও অচেনা । হা-হা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...