নীল অপরাজিতা
সায়ন বক্স
লেখাগুলো আবছা হয়ে আসে
ভেঙে পড়ে স্তবকের সিঁড়ি
টেবিলের উপর আধখাওয়া চাঁদ কিংবা হলদে কুসুম
যেখানে বেঁচে থাকা পাপ
নীলচিঠি, লাল চশমা
সবকিছু পেছনে ফেলে
আজ মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে দেখি
কেউ একজন দাঁড়িয়ে থাকে অপেক্ষায়
তাকে জানাই আসালাম ওয়ালেকুম
বাড়ির বাইরে বোবা গাছ ফ্যাল-ফ্যাল করে চেয়ে থাকে আকাশের মুখপানে
আরো একটা বিচ্ছিরি রাত!
আমি হারিয়ে যেতে চেয়েছিলাম দূরে-বহুদূরে
যেখানে পৌঁছাবে না কোনো মায়াজাল
আজ তারাদের ভীষণ জ্বর
লেখাগুলো আবছা হয়ে আসে
লেখার ভাঁজে বেঁচে থাকে নীল অপরাজিতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন