মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

"আই-যুগ"-এর কবিতা || শব্দব্রাউজ ৩ || নীলাঞ্জন কুমার

"আই-যুগ"-এর কবিতা

শব্দব্রাউজ ৩ || নীলাঞ্জন কুমার



তেঘরিয়া । বিপাশা আবাসন । ২৩। ১০। ২০২০ সকাল ৮ -৫০ মিনিট । রাস্তার সামনে শিতলা মন্দির পুকুরে  সপ্তমীর কলা বৌ স্নানের ঢাক বাজছে । মেঘমেদুর দিন ।

শব্দসূত্র:  মৃত্যু চেতনা

মৃত্যুর প্রতিদ্বন্দ্বী হতে ইচ্ছে হয়,  বাঁচার ইচ্ছেকণা গুলো তেজি করার দাওয়াই মনে মনে তৈরি করে নিই । এত তাড়াতাড়ি যখন শরীর আর মনের ভেতর বিচ্ছিন্ন করতে চাই না তাই কোথা থেকে কে যেন আমায় বর্ম পরিয়ে দেয় । এখন আমি যুদ্ধ করব । অসম । তবুতো যুদ্ধ ।

চেতনা এই সব শেখায় । আহা,  কি দারুণ উপহার এই চেতনা! আমি ছুঁই ভালোবাসা , গ্রহ , উপগ্রহ , আকাশ গঙ্গা ....। অথচ এই  শরীর আবাসনের  তিনতলা ফ্ল্যাটে!  হা হা হা হা ....


1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...