শব্দব্রাউজ- ২৫ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়ার বিপাশা আবাসন ২৪।১১।২০২০ সকাল - ৭-৫৫ মিনিট । আজও প্রাত্যহিক সাদাসিধে একটি দিন । বৈচিত্রহীন জীবনের মধ্যে মনে মনে কোন পথ উঠে আসে । মনে ভাসে সেই বিখ্যাত গান ' এই পথ যদি না শেষ হয় '।
শব্দসূত্র : এই পথ যদি
'এই জীবন এমনি করে আর তো সয়না ' গাইতে গাইতে যারা হা-হুতাশ করে,তাদের ভেতরের দুঃখকে ঘরে রেখে কান্নাকে সামলে ভালোবাসা মাখিয়ে শান্ত করি । তারপর তাদের পথের স্বপ্ন দেখাতে শেখাই । বোঝাই পথ মানেই এগোনো , পথ মানেই চলাচল আর তার থেকে হতাশার মুক্তি । তখন পোষা দুঃখেরা আমাকে দোয়া দেয় , দাওয়াত দিয়ে খাওয়ায় আর পথের গান গায় । তখন আমার আমিকে বিচিত্র লাগে , মনে হয় আমার সামনে দাঁড়িয়ে আছে কোনো পবিত্র সত্ত্বা ।যা আমাকে শেখায় ভালোবাসা বাঁটতে ।
দিক ভুল পথ থেকে ঠিক পথে আসতে কিছু সাধ্যসাধনার দরকার । ঠিক ভুলের সংজ্ঞা তখন আপনি আপনি মনে গাঁথা হয়ে যায় । বোকার হদ্দ শৈশব থেকে ধুরন্ধর পৌঢ়ত্বের যাত্রাপথ শেখায় হাজারো ভুলত্রুটি । হা হা হা এইতো ভবিতব্য সকলের ।পর্যটক হতে তো সবাই চায়, পরিব্রাজক কতজনা! আমরা স্বপ্নে সুখ- পথ দেখতে চাই, দিকভুল দেখলে চমকে জেগে উঠি।
যদি হারিয়ে যাবার জন্য পথে নামতাম, তবে কি বাস্তবে গেয়ে উঠতে পারতাম , ' এই পথ যদি না শেষ হয় '।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন