কবিতা
উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৯ / সোমনাথ বেনিয়া
লালার স্বপ্ন শুধু ললিপপ ঘিরে, ব্রাত্য কাঠির কাছে রাখে ঘৃণা
জিভের উৎসবে দাঁতের মাঢ়ী জানে গ্রহণের কাতরতা বিশাল
নিশ্বাসে ওঠা-নামা, ট্রাকিয়ার দেহজুড়ে মিষ্টির শীৎকার
ঘন অন্ধকারে কোনো জোনাকি জন্মালে তারাদের কৌতূহল
মুখের ভিতর যমজ বোন কিংবা ভাইয়ের হারিয়ে যাওয়ার মেলা
ঠোঁটের উপর শুকনো রেখা হালকা জলজ অভিঘাতে মগ্ন
আলতো বোল হাসির মৌতাতে পিছলে যায় সরল সুন্দরে
সে তো তালব্য বর্ণের মাচা, ক্যান্ডির অহংকার উচ্চপর্যায়ের স্বপ্ন
বত্রিশের কে পেলো, কে-বা না, তার খোঁজে রিপুর নির্দেশনামা
সংসারে অভাব থাকলে পুনরায় পাওয়ার আহ্বান জোরদার
স্বাদ কোরকের শিরোনামে গদের আঠার মতন মুগ্ধতা থাকে
সংবহনতন্ত্রে লিখে রাখে আগন্তুকের স্বভাব ভারি উৎসাহমূলক
আঙুলে থাকে দেওয়ার ইচ্ছা, বিনিময়ে প্রত্যাশার ছেঁড়া পালক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন