কিছু বই কিছু কথা। নীলাঞ্জন কুমার
মেঘ বৃষ্টি চাঁদ । বিপুল আচার্য । বিবর্তন । দশ টাকা ।
ইদানিং যদিও কবি বিপুল আচার্যের কবিতা তেমন দেখা যাচ্ছে না, তবু এক সময় বিপুলের বহু ভালো কবিতা পাওয়া গিয়েছিল লিটল ম্যাগাজিনের পাতায় । উত্তরবঙ্গের দিনহাটায় বসবাসকারী এই কবি সারা পশ্চিমবঙ্গে বেশ ছড়িয়ে পড়েছিলেন কবিতার ভেতর দিয়ে । তাঁর ২০০৩সালের কাব্যগ্রন্থ ' মেঘ বৃষ্টি রোদ' পুণঃপাঠের পর দোলা দেয় এসব পংক্তি: ' শিল্পসংক্রান্ত যাবতীয় তথ্য মুছে যায় এভাবে/ শীতকালীন বৃষ্টির হাত ধরে- ' ( ' ইচ্ছে মুখোমুখি ' ) , 'চড়ুইপাখি বিষয়ক তীব্র অন্ধকার যাপনের প্রাচীন/ কারবার সমীকরণ খোঁজে ফিউজ কথোপকথনের কাছে । ' , ' অন্ধত্ব জীবন মুছে যায় সম্পর্কের অন্য অন্বেষণে । ' ( ' চেনা মুখ বিষয়ক ') যা এখনো প্রাসঙ্গিক ।
বিপুলের কবিতার ঈর্ষণীয় দিকটি হল তাঁর সংযম জ্ঞান । খুঁজে পাওয়া যায় না একটিও অপ্রয়োজনীয় শব্দ । এক বিশেষ লক্ষ্য নিয়ে তাঁর প্রতিটি লাইন গড়ে তোলার আগ্রহ অনেকাংশে আলাদা করে তোলে তাঁকে । কারণ : ' তবুও ../ আকাশ স্থির কান্নালিপি শুনে শুনে ।' ( ' কান্নালিপি ' ) , ' পাখিরা আইন ভাঙে না/ দীর্ঘ নিখুঁত পরিক্রমণে ' ( ' যাত্রাযাপন ' )-এর মতো উজ্জ্বল পংক্তি তাঁর থেকে জন্ম নেয় ।
এই ক্ষীণতনু কাব্য পুস্তিকাটির ভেতরে যেতে কিছু মগ্নতা প্রয়োজন । তাঁকে যে এখন প্রয়োজন তা বলা যায় বইটি পড়ে । তবে পল্লব বরণ পালের বইটির সঙ্গে অমানানসই প্রচ্ছদ কেন যে আসে তা রহস্য । প্রচ্ছদ দেখলে মনে হয় আজ থেকে আশি বছর আগের কবিতা ছাপা হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন