রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

শব্দব্রাউজ ১৫ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

শব্দব্রাউজ ১৫ || নীলাঞ্জন কুমার




তেঘরিয়ার বিপাশা আবাসন । ৮।১১।২০২০ সকাল ৮টা  ৫০ মিনিট। নিত্যি দিনের লেখালেখি চলছে । কানে গিন্নির নিত্যনৈমিত্তিক কর্মের শব্দসমষ্টি । মনে হচ্ছে এই ক্লিশে কর্মের মধ্যে তার কেমন ওড়নাহীন আনুগত্য বাসা বেঁধে আছে । সব চেতনা তার  যেন ওই কর্মের ভেতর ।


শব্দসূত্র  : ওড়নাহীন আনুগত্য



ওড়নাহীন যা কিছু তার মধ্যে একাত্মতা মিশে থাকে, যার সামনে কোন আচ্ছাদন নেই । ভরাভরতি যৌনেচ্ছা তার থেকে বেশি আনন্দের নয় । সব কিছু প্রহসন ভেবে নিয়ে যদি বালিতে মুখ গুঁজি তবে সমস্ত অদেখা কোনদিনও দেখা হয়ে উঠবে না ।ওড়নাহীন জীবন চায় সমর্পণ ,  গভীর গভীরতর অসুখ নিয়ে নিজের কাছেই হাজির ।  তখন প্রতিদিন নষ্ট হয়ে ধুলো হয়ে গেলে কে তাকে খোঁজে রাখে , অথচ কত প্রয়োজনের সে সব দিন ! ওড়নাহীন শরীর দেখে কেউ চোখ বন্ধ করে,  কারোর বিস্ফারিত হয় । সবই উপলব্ধির ওপর দাঁড়িয়ে ।


আনুগত্য সমর্পণ শেখায় । বোঝায় তার থেকে কি করে  গড়ে উঠবে অভিজ্ঞতা । অভিজ্ঞতা জীবন গড়ে,  পরিশুদ্ধ করে,  নিজের ভেতরে এক প্রতিপক্ষ আমাকে সমালোচনা করে প্রতিনিয়ত । আমি শুদ্ধ হই ।শান্ত হই । নির্জনে থাকার ইচ্ছে নিয়ে বাঁচি । আনুগত্যের হাজারো মজা । সে মজায় মজি । সমর্পণ তবু দেখে শুনে হে,  এ বাস্তব বড় আশ্চর্যের । ভগবানকে ভূত বানাতে তার জুড়ি নেই ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...