আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
"আই-যুগ"-এর কবিতা
১৩.
মানুষ ছাড়া সকলেই
প্রকাশ্যে
সঙ্গম করেও প্রশংসা কুড়োয়
১৪.
দুই নদীর সঙ্গমে
দাঁড়িয়ে
ধর্মগ্রন্থের অনিবার্যতা ভুলে যাই
১৫.
সঙ্গমকে আমি কোনো
প্রতীক
করে তুলতে পারিনি এখনো
👇 👉 Click here for registration...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন