শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

শব্দব্রাউজ- ২৭ || নীলাঞ্জন কুমার ||"আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ- ২৭ । নীলাঞ্জন কুমার



তেঘরিয়ার বিপাশা আবাসন ২৬। ১১।২০২০ সকাল ৮টা ৪৫মিনিট । আজ প্রাত্যহিকতার ভেতর সামান্য বৈচিত্র্য । আজ হরতাল । রাস্তায় গাড়িঘোড়া অনেক কম । স্তব্ধতার ভেতর থেকে আসে কবিতার শব্দসূত্র । তখন আনন্দ বোধ হয় হাজার গুণ ।


শব্দসূত্র  : এইতো আমার অঙ্গভূষণ


এইতো আমাদের জীবন,  অস্থির ও ভাবনাবহুল । কখনো ভেতরে কবিতা, কখনো হরতালের রাস্তাঘাটের ভাবনা । হরতালের কথা এলেই ছুটে আসে রাজনীতি , তারপর দুর্নীতি,  তারপর কুৎসার বক্তৃতা । সুতরাং এইতো আমাদের জীবন মেঘ -রোদের । ঘোড়েল মানুষের থেকে সরে থাকার ভুল সিদ্ধান্ত অভিজ্ঞতাচ্যুত করে । যত অভিজ্ঞতা তত সতর্ক । আমায় কে যেন টেনে রাখে ।


' আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী ' কে দান করবে?
জানি না । তবে ভোটের প্রতিশ্রুতির বাহার কিন্তু মনে তা ধিন ধিন করে নাচবে তা অবশ্যম্ভাবী ।


তাহলে আসুন সব নির্বুদ্ধিতা সব ধাঁধালো ইঙ্গিত আমরা অঙ্গভূষণ করি । আসুন হরতাল করি । ফাঁকা রাস্তায় ফুটবল খেলি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...