বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

মরুবক্ষের চিত্রলিপি || অমিতাভ দত্ত || কবিতা

 মরুবক্ষের চিত্রলিপি

 অমিতাভ দত্ত



সবুজ পাতার আড়ালে বাঁকা সরু পথ, 

শুধু তুমি আসোনিকো সুদীর্ঘ অপেক্ষিত হৃদয়ে,

ভুল করে ছোট্ট আকাশ আলো জ্বেলে ছিল।

বলোনা ; দীর্ঘশ্বাসের শ্বাস-প্রশ্বাসে ভরা,

এ চিঠির ভাষালিপির মর্মান্তিক ব্যথা,

তুমি কি তা ভাঁজ খুলে পড়বে !

চন্দন সুগন্ধ সুবাসে ভরা নিস্পাপ সুন্দর,

বনবীথি নৈঃশব্দ্যের দগ্ধ দহনে নিশ্চুপ নিথর,

শুনশান নীরবতা নামে হেমন্তের হিমেল বাতাসে।

শিহরিত শিহরণে পুরাতন কতো কথা,

নিছক বুকের পাতায় জলরঙা রঙে ছবি আঁকছে।

শূণ্য ঘাটে বাঁধা ডিঙ্গি তরীখানি নিস্পন্দ নিষ্প্রাণ,

ওগো ; শুধু তুমি আসোনিকো তাই বলে।

বৃথা সজ্জায় সজ্জিত বৃক্ষরাজি সারি সারি!

ওগো ; সবুজে শ্যামলে ঢাকা স্বপ্নাতুরা সুন্দরী,

এভাবে আচম্বিতে মুখ ফেরালে কেন!

জাগে হাহুতাশ ধ্বনি বক্ষাকাশের চিত্রপটে।

টুপ টুপ ; টুপ টুপ ; ঝরে পাতা শীতের বারতায়,

ধূলি ধূসরিত মাটির পৃথিবীতে কঠিন শয্যায়। 

একাকিত্বের আঁধারে শয়ান আমি নিষ্প্রদীপ ঘরে,

এ বেদন ব্যথার শব্দলিপির কথাশিল্পী,

কেবল ঐ বিস্তৃত সুনীল আকাশের মেঘদল।

তুমি দেখেছ কি , দূরে অম্বরে মেঘেদের ঢল!

শুনেছ কি জলাশয়ে ঝরে পড়া অশ্রুজলের শব্দ ......!

তোমার নৈঃশব্দের যাতনায় প্রাণ পাখি ডানা ঝাপটায়, 

দ্বৈত সত্ত্বা জেগে ওঠে পিপাসার্ত জিজ্ঞাসিত অন্বেষায়...! 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...