মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

শব্দব্রাউজ ১০ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ১০ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা



তেঘরিয়া , বিপাশা আবাসন । ১। ১১। ২০২০ সকাল ১১টায় । নিত্যিদিনের সংসার । মনে হাজারো শব্দ , ভাবনা । টুকটাক ফোন,  তখনই উঠে আসে ' চল্ বাই ' শব্দটি ।


শব্দসূত্র:  চল্ বাই ...


কেউ ফোনে ' চল্ বাই ' বললে বুঝতে পারি,  ফোন ছাড়ার সময় হয়ে গেছে । আজ  কথা বলতে বলতে সত্যি কি কেউ সময়ের হিসেব করে ? কেউ কি প্রতিটি শব্দের মানে খুঁজে কথা বলে?  আসলে কথা বড় স্বাভাবিক,  কোথা দিয়ে আসে,  কোথায় যায় .... !' চল্ বাই ' বললে যেমন ফোন ছাড়ার সংকেত   ভেসে আসে,  তেমনি ফোন ধরার সংকেত ইশারা ভঙ্গী ' হ্যালো 'কথার সঙ্গে মিশে যাবে । আমরা কেমন অবলীলায় অভ্যেস গড়ে তুলি   .....


কুড়ি বছর আগে কেউ ফোনে ' চল্ বাই ' বলতো না । মেপে মেপে কথা । জীবনের যত কথা ফোনে, তার সব কারোর মনে আছে? সেলফোন আমাদের দেয় আনলিমিটেড ছলনা । কোম্পানি লাভের কড়ি গোনে । মুঠোয় বিশ্ব ধরি .....


চল্ বাই ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...