বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

"আই-যুগ"-এর কবিতা || শব্দব্রাউজ ৫ || নীলাঞ্জন কুমার

 

"আই-যুগ"-এর কবিতা

শব্দ ব্রাউজ ৫ : নীলাঞ্জন কুমার



তেঘরিয়া । বিপাশা আবাসন । ২৪। ১০। ২০২০ সকাল ৯ -৪৫ । মহানবমী । বাড়িতে থেকে তেমন অনুভব করা যাচ্ছে না । বাইরে মাইকের আওয়াজ নেই ।


শব্দসূত্র:  যেতে পারি,  কিন্তু ...

যেতে পারা যায় যেতে চাইলে । চাইলেই যে হবে তারও কোন মানে নেই।  চাইলে চাইতে হয় চাওয়ার মতো । তবে যাব কোথায় সেটাও প্রশ্ন । ' যেখানে যাও সেই একই মাটি জল একই নীলাকাশ ' । বিষ্ণু দে- র এই লাইন যাওয়ার কথা উঠলেই কোথা থেকে যেন ছুটে আসে!  যাওয়া কিংবা না যাওয়ার যন্ত্রণা রাগ বাড়ায়,  অভিমান । কার ওপর অভিমান দেখানো যায়?  ভেবে কূল পাই না ।

কিন্তু বললেই থমকাতে হয় । কিন্তু অব্যয়ের জন্য সময় ব্যয় মানে কালক্ষেপ,  পলায়নী মনোবৃত্তি । কিন্তু,  কিন্তুকে কি করে জীবন থেকে বার করে দেব?  একটু
বলবেন?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...