বন্ধু
জয়ন্ত চট্টোপাধ্যায়
এক একদিন ভাবি তোমার গায়ে একটা
সাপ ছুঁড়ে দেবো।
ব্ল্যাক মাম্বা না পারি নিতান্ত ঢেমনা ছুঁড়বো
তুমি বন্ধু চিনবে না বুবকার পোল ভল্টে
দরজা পার আর কেঁচোদের অট্টহাস নয়তো
দুর্বল কয়েকটি হেলে দুলে দুলে রামায়ণ
তোমার সাঁতালি পর্বত কি এতই দুর্ভেদ্য?
এমন নয় তোমার ঘরে কেউ যাবে না
যে কেউ যেতে পারে হাতে ধরা মুঙ্গের বা চীন
ভালোবাসার সাদা হাত কালো বন্দুক......
বিকেলের নিমকাঠ গরম আগুন পাথর পোড়ে
জানি তোমার ডানপায়ে চারটে স্টিলপাতি
আর আটখানা স্ক্রু মেড ফর ইচ আদার
ভালোবাসা তো পুড়বে না লাল বা কালো হবে
কিছুটা বিকৃত হাড় ছাইপাঁশ নিয়ে কালোপাত
ত্রিবেণীতে গেলে আমরা দেহতত্ত্ব ছেনে খাবো
সারাজীবন সততাসহবাসের মিথ্যা প্রতিশ্রুতির
বন্যায় অপ্রিয় বন্ধু তুমি অমরত্ব নিয়ো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন