শব্দব্রাউজ ২০। নীলাঞ্জন কুমার
সৃজন মিডল্যান্ড, দোলতলা, কোলকাতা । ১৬। ১১।২০২০ সকাল ৮টা ২৫মিনিট । গতকাল দুপুরে এসেছি দুই নাতিকে ভাইফোঁটা উপলক্ষে । দীর্ঘ দিনের পর নতুন পরিবেশ । রাতে বাড়ি ফিরবো । এই আলিশান কমপ্লেক্স - এর বিপরীতে যে শোষন আছে তার চিন্তা মাথায় ।
শব্দসূত্র: শোষণ শাসন ভাষণ
হলুদ পাখিটির ডাকে কেন বুঝি না শোষণের কথা । অথচ রাস্তাঘাটে মানুষের জন্য কেন শোষণ চিহ্ন ! শোষণ আর শাসনের ভেতর যে যে সমন্বয় তাকে ধরে রাখে যেসব তোলাবাজ, রাজনৈতিক মস্তানি, ফেক প্রতিশ্রুতি, মুসোলিনীর শোষণ প্রক্রিয়া, তখন বেশ ভালোভাবে শোষণ চিহ্ন ফুটে ওঠে । হলুদ পাখিটি কি জানে সে সব কথা! নাকি সব জেনে বুঝে আমাদের তার ভাষায় সাবধান করে ।
শাসণের সঙ্গে ভাষনের শব্দমিলের অঙ্গাঙ্গী জড়িত বাস্তবের সঙ্গে । ভাষনেই মানুষকে বোকা বানানো যায়, করা যায় অসম্মান । অপমানে জর্জরিত করার অদ্ভুত আনন্দের জন্য মাইক ছাড়ার নাম করে না মন্ঞ্চমুখ । হলুদ পাখিটিও শোনে আর হাসে । সকলের কাছে নিজের ভাষায় মিমিক্রি করে অন্য পাখিদের হাসায় ।
ভাষণ বড়ো না লোক জড়ো করা বড় এখনো পর্যন্ত বোঝা গেল না । লোক মানে ক্ষমতা, লোক মানে সমর্থন, লোক মানে দম্ভ , লেখা ছাড়া দমনপীড়নের কোন মানে আছে নাকি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন