মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

এক কুড়ি হাইকু || সুধাংশুরঞ্জন সাহা || অন্যান্য কবিতা

 এক কুড়ি হাইকু

সুধাংশুরঞ্জন সাহা



(১)

জেনে রাখুন

আলাদিনের আলো

কোথাও নেই ।


(২)

আমিও একা

বিফল মনোরথে

একাকী খুব ।


(৩)

সেটাই কথা

কেউ কোথাও নেই

সময় ছাড়া ।


(৪)

ঋতু পেরিয়ে

জল কি ঠিক জানে

কালের খেলা !


(৫)

নিজের সাথে

আমি অনেকদিন

কথা বলিনি ।


(৬)

বুকের কাছে

দেখেছি বারেবারে

দরদী চোখ ।


(৭)

তোমার দিকে

মুখ ঘুরিয়ে কেউ

তাকিয়ে আছে ।


(৮)

দুনিয়া জুড়ে

মানুষ বড় একা

ভীষণ একা ।


(৯)

নদী ডিঙিয়ে

বাঁশবন পেরিয়ে

কোথায় যাব ?


(১০)

পাখির ডানা

নানা রঙের মেঘে

ভেসে চলেছে ।


(১১)

পথের ভুলে

বেয়নেটের মুখে

জীবন আজ ।


(১২)

অবাক দিনে

তুমি আমি আমরা

মুখর হই ।


(১৩)

ঝিল বুজিয়ে

আকাশ উঁচু বাড়ি

নয়া সমাজে ।


(১৪)

ভুলিয়ে দেয়

আদতে আমরাই

বিনাশকারী ।


(১৫)

কথার ভিড়ে

উপেক্ষিত দুপুরে

পাখির শোক !


(১৬)

ধূসর মেঘে

ফিরে এলো কালের

শোকের ছায়া ।


(১৭)

ভোরের গাছে

শিশিরের আদরে

মায়াবী শীত ।


(১৮)

আগামীকাল

আসবে ঠিক রোজ

ঝড়ের বেগে ।


(১৯)

খাদের দিকে

সীমারেখা থাকে না

চেনা জলের !


(২০)

মোহনবাঁশি

বেজে যায় তবুও

একনাগাড়ে ।

++++++++++++++

@ সুধাংশুরঞ্জন সাহা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...