রবিবার, ১ নভেম্বর, ২০২০

শব্দব্রাউজ- ১ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ- ১ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়া । বিপাশা আবাসন । ২১ ।  ১০ । ২০২০ । সকাল ৭ টা ৩০মিনিট । সকালে চা বিস্কুট খাওয়ার পর মাথায় এলো দুটি শব্দ ' গভীরে যাও '। আজ দুর্গা পন্ঞ্চমী , পরিবেশ ব্যতিক্রমী নিঃস্তব্ধ । প্রচন্ড গরম । পাখা ফুলস্পীডে । আমি গভীরে যাচ্ছি ।


শব্দসূত্র : গভীরে যাও

গভীর বলতে অন্তর্গত গভীর । সেখানে সুখ,  অদ্ভুত । গভীর না হলে  অব্যর্থ ছটফটানি । তাতে মন অসম্পৃক্ত,
হরেক ভাবনা ছুটছুট্। ফেসবুক কিংবা ইউ টিউবে হরেক কিসিমের   ভাবনার অন্বেষণে সত্যিই কি গভীরে যাওয়া যায়!  গভীরের জন্য এ জীবন,  সমুদ্রের ঢেউ হয়ে আসে যায়, অনন্ত,  লৌকিক,  তবু অলৌকিক !


যাও বললে যাওয়া হয় না । সিদ্ধান্ত নিতে হয় । সময় যায় । তবু গভীরে যেতে সময়হীনতার সামনে দাঁড়াতে হয় ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...