বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

আটপৌরে কবিতা ৮৮৬-৮৯০ || নীলাঞ্জন কুমার || ধারাবাাহিক বিভাগ

আটপৌরে কবিতা

নীলাঞ্জন কুমার

৮৮৬

দুই/  ব্যতিব্যস্ত/  ব্যতিক্রম
    ) যমজ  (
কম বলেই এখনো আকর্ষক !

৮৮৭

কৈফিয়ত/  ভর্ৎসনা/  দোষনীয়
         ) জবাবদিহি (
দেওয়া এক নিষ্ঠুর যন্ত্রণা ।

৮৮৮

সাবধানতা/  নিরাপত্তা/  পাহারাদার
         ) হুঁশিয়ারি  (
আজকের দিনে বড় প্রয়োজন ।

৮৮৯

যুক্তি/  তর্ক/  মিমাংসা
       ) যৌক্তিক  (
আগে সন্তুষ্টি পরে বিশ্বাস ।

৮৯০

মজা/  খুশিমতো/  আনন্দ
       ) ফাজলামো(
গতানুগতিক জীবনে ক্ষণিক খুশি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...