দশটি অণুকবিতা
অষ্টপদ মালিক
এক
একটি ফুল
ভেসে যায় সাগরে
পায়না কুল ।
দুই
মন আমার
পথ ভুলেছে আজ
বড় লজ্জার !
তিন
হিসাব কষে
চিন্তায় মরে যাই
নিজের দোষে ।
চার
সহজ শর্তে
ফেলে এসেছি ধন
বন্ধকী অর্থে ।
পাঁচ
পাথর মন
ভেঙে টুকরো হলে
অমূল্য ধন ।
ছয়
মাথার ঘাম
পায়ে ফেলে সবাই
কি পায় দাম ?
সাত
হাত-পা বাঁধা
আইনের ধারায়
তাইতো কাঁদা !
আট
গানের কলি
না বলে চলে গেল
কেমনে বলি ।
নয়
মুখোশ পরে
কতকাল বাঁচবো
মনের জোরে ।
দশ
তোমার ডাকে
হারিয়ে গেছি কবে
পথের বাঁকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন