কবিতা
উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৮ / সোমনাথ বেনিয়া
কোন পদ্ধতিতে, কোন প্রণালীতে খুঁজবে যে নিখোঁজ বারবার
আকাশের পুঁথি পড়ে পাখিও বুঝে নিচ্ছে চরাচরসমগ্র
ডানার ভাঁজে লুকিয়ে রাখছে সতর্কতার গুপ্ত মেড ইজি
হাতের তালুর ছাপে আতশকাচে দেখবে সময় কতদূর গেছে
শীর্ণ ছায়ার কাছে দুরন্ত বিশ্রামের আশা নিয়ে বোকা হয়েছো
ভাবো তো, কত সূর্যহত্যা, বায়ুপ্রদাহ, ঝরা পাতার ছিন্ন বিলাপ
মুখ ঘুরিয়ে শেষ অধ্যায়ের অংশবিশেষ মনে করার চেষ্টা
জানা নেই মজা খাল জীবনের কোন প্রহরের প্রতিফলন
অথচ সেই ভাবনা ভুলে চায়ের কাপ হাসি নির্বাচন করে
এই বিভ্রমের মধ্যে ডুবে পানাপুকুরের জলস্তর মাপছে
কাদাখোঁচা পাখির কাছে ঘনশ্বাস নিয়ে বসে থাকা নিরুত্তর
ফুটপাথের দেওয়ালে ফেলে আসা দৃষ্টির হিসেব চোখের পলকে
স্বপ্নে মণি ছুঁতে গিয়ে আদরে চুমু খাচ্ছো সাপের ফণাকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন