মুক্তি পেল "প্রয়াস উপত্যকা"-র শর্ট ফিল্ম "দূরত্ব"
আজ দুপুরে প্রয়াস উপত্যকা-র শর্ট ফিল্ম "দূরত্ব" মুক্তি পেল ভার্চুয়াল মাধ্যমে | কাহিনি- কবিতা মাইতি, সংলাপ ও নির্দেশনা- শ্রীকান্ত ভট্টাচার্য | অভিনয়ে~ বৃষ্টি মুখোপাধ্যায় হারাধন দুয়ারী ও অন্যান্য শিল্পীবৃন্দ | গীতিকার- তাপস মাইতি সুরকার- সমীর মহান্তী শিল্পী~ অঙ্কিতা রায় |"PRAYAS UPATYAKA" youtube চ্যালেনের নিম্নলিখিত লিংকে ক্লিক করুন ! ইউটিউব, ফেসবুক, সোসাল মিডিয়া এবং তথ্যপ্রযুক্তি যুগের এই স্বপ্রকাশ পরিসরকে ধন্যবাদ জানান আই-সোসাইটির কর্ণধার সৌমিত্র রায় |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন