সম্পাদক~ সৌমিত্র রায় ৷ প্রকাশক~ আই-সোসাইটির পক্ষে অনিন্দিতা রায় ৷ মুঠোফোন~ ৯৩৩২৪৪৩২৭২ ৷ ই-মেল: dainikbangla15012011@gmail.com
দুঃখ
বর্ণজিৎ বর্মন
ভাবনা যদি পাখি হয়,
দুঃখ গুলি মেঘের মতো হাঁস হয়ে ওপারে যেতে পারে না কেন ?
পরিখা ছুঁয়ে ছুঁয়ে
প্রয়োজনীয় সুখ নিয়ে ভেসে আসত ,
আমাদের প্রত্যেকের হাঁস
খুব সুন্দর👍👍
👇 👉 Click here for registration...
খুব সুন্দর👍👍
উত্তরমুছুন