ইচ্ছাপূরণের দেশে কোভিড-১৯ নেই
বিপ্লব মাজী
কোভিড-১৯-এর তোয়াক্কা না করে,
অনেক সময় অলীকআকাশকুসুম ভাবনায়
কেটে যায় বেশ সুন্দর সময়!
মানুষের কল্পনার শেষ নেই,
বিজ্ঞান ও প্রযুক্তির ডানায় উড়ে
সে পৌঁছে যেতে পারে
পৃথিবীর যে কোন প্রান্তে যে কারো কাছে,
বাধা দেওয়ার কেউ নেই,
অনেক গোপন স্বপ্ন অসমাপ্ত ভালবাসা
অনায়াসে পূর্ণতা পায় কত সহজে, নিউনরমালে
আমরা পৌঁছে যাই ইচ্ছাপুরণের দেশে !
ইচ্ছাপূরণের দেশে কোভিড-১৯ নেই
সংক্রমণ বা মৃত্যুর ভয় দেখাতে, নিশ্চিন্তে আমরা পৌঁছে যাই পাহাড,কোন নির্জন দ্বীপ,অরণ্য, সমুদ্রে
অবচেতন মনের গভীর থেকে উঠে আসে
সবপেয়েছির দিন সুন্দর পৃথিবী ও একটি কবিতা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন