আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার৮৯৬
স্থির/ আসক্তিহীন/ গভীরতর
) নিস্তরঙ্গ (
জীবন ,সাধারণ কিছু নয় ।
৮৯৭
অপছন্দ/ গতানুগতিক/ অপূর্ণতা
) বিতৃষ্ণা (
জীবন নিষ্ঠুর মনে হয় ।
৮৯৮
তান্ত্রিক/ জ্যোতিষী/ যোগী
) ভবিষ্যদ্রষ্টা (
মানুষ আকর্ষণে ছুটে যায় ।
৮৯৯
দুঃখ/ ইচ্ছা/ আগ্রহ
) আক্ষেপ (
তুষের আগুন জ্বালিয়ে মারে ।
৯০০
সমৃদ্ধি/ সম্পৃক্ততা/ বৈভব
) পরিপূর্ণতা (
সব চাওয়া হারিয়ে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন