শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

আটপৌরে কবিতা ৯৯৮-১০০০ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

আটপৌরে কবিতা

নীলাঞ্জন কুমার

৯৯৮

সমাধানসূত্র / মিমাংসাস্থান/  আলোকপাত
                  ) আলোচনাস্থল (
           আলোচনাতে কি না  মেটে?

৯৯৯

সু-সাফল্য/   মহানন্দ/  কালজয়ী
          ) মহাসমাধান  (
মানুষের জন্যে মানুষ ঘটায় ।

১০০০

         ইতি/  কীর্তি/  অবিনাশ
                   ) সমাপন (
শুভেচ্ছায়  শ্রদ্ধায় ভালোবাসায় নমস্কারে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...