বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

আটপৌরে কবিতা ৯২১-৯২৫ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা

নীলাঞ্জন কুমার

৯২১

উটকপালী/  অমঙ্গলা /অলক্ষ্মী
             ) অলক্ষুনে  (
নারীর আজও অঙ্গের ভূষণ ।

৯২২

বাউন্ডুলে/ :উদাসীন/  বাস্তবরহিত
           )  ভবঘুরে  (
  মানুষের চাহিদা কিছুই নেই ।

৯২৩

সমস্যা/  অসচেতন/  ভুল
       ) অবিমিষ্যকারী  (
হলে দুঃখ জড়িয়ে ধরে ।

৯২৪

জরাজীর্ণ/  ভঙ্গুর/  প্রাচীন
        ) লঝঝড়ে  (
যা কিছু বাতিল হবেই ।

৯২৫

প্রচার/  পরচর্চা/  বিস্তার
       ) কানাকানি  (
গোপন কথাটি রবেনা গোপনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...