কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
নিষ্ঠুর কাঁচ । সুরজিৎ ঘোষ । করুণা প্রকাশনী । পাঁচ টাকা ।
কবি সুরজিৎ ঘোষ প্রয়াত হয়েছেন বেশ কিছু বছর আগেই। এই অকাল প্রয়াত কবির কবিতা যখন পুণঃপাঠ করি তখন ভেতরে কিছু নস্টালজিয়া গড়ে ওঠে ,আবার তাঁর উচ্চারণ : ' চিতা- চন্দনের ধুম ঘুরে ঘুরে ঢাকবে আকাশ/ যাকে আশ্রয় করে সেও এই ধরনীরই/ প্রাত্যহিক পুরোনো বাতাস ' (' মৃত্যু ' ) নাড়িয়ে দিয়ে যায় ।তাঁর ১৯৭৯ সালের কাব্যগ্রন্থ ' নিষ্ঠুর কাঁচ ' কবির ডিকসন ও কাব্যচেতনায় মাখামাখি হয়ে গড়ে উঠেছে । তাই ভালো লাগে : ' সময়ের রূপো লেগে একদিন মায়াবী শরীর অলৌকিক হয়ে গেছে । ' (চিরদিনের ) , ' আমাকে ঝরনার মতো প্রসন্ন মন্ত্রে ধুইয়ে দেবে/ বলবে আমার এখন গৃহস্থ হওয়া ভালো । ' , ( ' গৃহস্থ '),
' নিষ্ঠুর কাঁচ ' এই সময় পর্যন্ত প্রাসঙ্গিক তার কারণ কবির দুরদৃষ্টি । একজন দীক্ষিত পাঠকের কাছে যে কারণে তারিয়ে তারিয়ে পড়ে ফেলার উপকরণ হয়ে উঠতেই পারে । কবি সুরজিৎ তাই এখনো চর্চা হয় ও আলোচনা টেবিলে উঠে আসে ।
কবির কবিতার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তাঁর সহজ ভাষা । তার ভেতরে ছড়িয়ে থাকে নিজস্বতা অদ্ভুত মায়াজালে । কাব্যগ্রন্থে : ' বুক থেকে জন্ঞ্জাল সরিয়ে/ একটা দুটো মানুষ কি আর দেখা যাবে না/ উঁচু মাপের সাদাসিধে, এখনকার মানুষ ।'( ' দেখাশোনা ') তার প্রকৃষ্ট উদাহরণ । খালেদ চৌধুরীর প্রচ্ছদ স্তব্ধ করে রাখে মনন ও প্রয়োগের জন্য । আজকের গরিষ্ঠাংশ প্রচ্ছদশিল্পী যাঁরা প্রচ্ছদ মানে দায়সারা কম্মো বলে মনে করেন তারা এর থেকে শিক্ষা নিতে পারেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন