ডুয়ার্স ভূমির কথন ।। পর্ব পাঁচ।। নিলয় মিত্র।
সাঁওতালদের মৃত সৎকার ও পরবর্তী আচার সম্পর্কে E T DALTON একটি উদ্ধৃতিতে বলেছেন, It is to be observed that the Sanyal in disposing of their dead
Differ from the Munda's,
The formar approximates to the Brah
-manicul customs.It is
Infact a rough outline of
The Brahman mutual and
Only wants filling it.
:Descriptive Ethnology of Bengal:E T DALTON.:
সাওন্টালদের বিবাহ ও সাঁওতাল জীবনে যৌন জীবন
সম্পর্ক(বিবাহ পূর্ববর্তী)বিষয়ে
H H RISLEY বলেছেন
[26/09, 12:27 pm] Niloy Mitra Kobi: "Girls are married as adults mostly to men of
Their own choice.Sexual
Intercourse before marriage ,it being under-
Stood that if the girl becomes pregnent the young man is bound to marry her.
সাঁওতালদের বড়ো দেবতা "মারা ও বুরু"।তাঁরা বিভিন্ন ঋতুতে বিভিন্ন উৎসব অনুষ্ঠান করে থাকে।
বীজ বপনের সময় "এরহঃক সিম"উৎসব হয়।বীজ বপন হয়ে গেলে"হারিয়ার সিম",শস্য
কর্তনের সময় "জান্থার",
উৎসব পালন করেন।শস্য সংগ্রহের পর "সহরায়"উৎসব
পালিত হয়।সহরায় উৎসব সম্পর্কে H H Ridley লিখেছেন "The chief festival of santana is the
SOHRAI or harvest festival,celebrated in POSh(November-Decem
Ber) after the chief rice crops of the year has been get in the sacred Grove pigs,goats and bowls are sacrificed by the private families and a
General saturnalia of darkness and sexual license prevails chastity is in abeyance for the time ,and all unmarried
Persons may indulge in
Promiscuous intercourse."
সহরায় উৎসব সাঁওতাল জীবন শিল্পের এক মুগধ প্রকাশ। তাঁদের জীবনে "প্রকৃতি"হলো "মা"।প্রকৃতির কোলে তাঁরা মানুষ।তাই বসন্তের আগমনে যখন চারদিকে কুসুমিট,পশু পাখিদের কলকাকলিতে হয়ে ওঠে মুখরিত,তখন প্রকৃতি দেবীর পূজা হয়।"বাহা"(Flower Festival)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন