আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার৯৪১
উপদেশ/ অমৃতবাণী/ উপনিষদ
) আপ্তবাক্য (
লক্ষ্য স্থির করতে শেখায় ।
৯৪২
সংবহন/ তন্নিষ্ঠ/ দাগানো
) রেখাপাত (
অসাধারণ হলেই তা হয় ।
৯৪৩
তান/ সুর/ রাগ
) বন্দিশ (
গানের শুরুই জাত চেনায় ।
৯৪৪
পরিক্রমা/ হাঁটা/ অস্থির
) পায়চারি(
কখনো সুখের কখনো দুখের ।
৯৪৫
সূর্য/ তেজ/ নাম
) তাপস (
তাপস দাসের মুখ ভাসে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন