নদীর তালে তালে
পার্থ সারথি চক্রবর্তী
যেখানে নিঃশব্দে মিশেছে আমার স্মৃতি-
পাহাড়ি খরস্রোতা নদীর সঙ্গে,
বাঁকে বাঁকে মিশে গেছে বয়ে আসা
পাথরের আপাত কাঠিন্য।
কখনো মনে করায় আদিম উৎসমুখ
কখনো বা হারিয়ে যাওয়া কপট সুখ।
বারবার তাও কেন ফিরে ফিরে যাই
কোন এক অজানা পরশপাথরের টানে।
প্রাণভোমরা যেন নদীর চলায়
অদ্ভুত এক নৃত্যনাট্য দেখায়, তালে তালে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন