আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
৯১৬
হারানো/ করায়ত্তহীন / দুঃখ
) হাতছাড়া (
জীবন যেন তখন স্তব্ধ !
৯১৭
আগ্রহী/ একনিষ্ঠ/ সফলতা
) একাগ্রতা (
না থাকলে সাফল্য আসে?
৯১৮
জেদ/ গোঁয়ার্তুমি / বিপজ্জনক
) একগুঁয়ে(
হলে পরিবারে অবিরাম অশান্তি ।
৯১৯
আবর্তন/ প্রকৃতি/ গতানুগতিকতা
) জীবনচক্র (
তবু কত বিস্ময় সময় !
৯২০
তান্ডব/ বিশৃঙ্খলা/ বিপর্যস্ত
) প্রলয়নাচন (
সংসারে মাঝেমধ্যে ঘটে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন