শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার তোমাকে । কুমারেশ চক্রবর্তী ।

কিছু বই কিছু কথা ।  নীলাঞ্জন কুমার 



তোমাকে । কুমারেশ চক্রবর্তী । পাঠক । পঞ্চাশ টাকা 



তোমাকে শব্দের ভেতর দিয়ে যখন ধীরে ধীরে সার্বিক ' তোমাকে ' কিছু বলতে চাওয়া হয়,  হয়তো তখনই পূর্ণতা পায় ' তোমাকে ' বলা কথার সার্থকতা । কবি কুমারেশ চক্রবর্তী তাঁর 'তোমাকে ' কাব্যগ্রন্থের ভেতরে 

' তোমাকে বলছি ' কবিতায়  সর্বজনীন সত্য ধরেন: ' আর কোন প্রয়োজন নেই শুশ্রূষার .... যন্ত্রণার / আঘাতে আঘাতে আমাকে এই ছায়াপথে নিয়ে চলো ...'

তখন মনে আঘাত,  যন্ত্রণা , শুশ্রূষার পূর্ণ মানে ফুটে ওঠে । 

           কুমারেশ হয়তো বাস্তবিক ছায়াপথে যেতে পারেন না কিন্তু তিনি ঘুরপাক খান রিলিফ ক্যাম্পে , ময়লা কাঁথায় , উচ্ছিষ্ট ঠোঁটের চুমুতে,  শূন্য হুইস্কির গ্লাসে , খালাসিটোলায়,  পোস্টমর্টেম রিপোর্টে ....। ' সে কারণে তাঁর পংক্তি জীবন্ত হয়:  ' দিনান্তের ওপারে  ক্ষতবিক্ষত রয়ে যাই .../ খুবই সাধারণ সাইজের এক বেদনার পোড়ামাটি ... ! ' ( পোড়ামাটি)  , ' আমার হাতে দু চারটে লিফলেট , লিফলেটে অপমানিত অক্ষর- / সরলতা রেখে নেমে পড়েছে মাঠে ...' ( অপেক্ষা করো)  ।

      এইসব  বাস্তব চিন্তার সামনে দাঁড়িয়ে ' তোমাকে ' ছুঁয়ে যায় তার গভীরতা দিয়ে । অন্যান্য কাব্যগ্রন্থের মতো কুমারেশের কবিতার  ক্ষোভ বিক্ষোভ এ কাব্যগ্রন্থেও বর্তমান । তার ভেতর থেকে দিয়ে চলেছেন বহুমাত্রিক রহস্যময়তা । কুমারেশকে লিখতে হবে,  এখনো অনেক পথ বাকি । দেবাশিস সাহা র প্রচ্ছদটি একক থেকে বড় কে  চেনানোর চেষ্টায়  রত ।

1 টি মন্তব্য:

  1. নীলাঞ্জনের এই কাজগুলির জন‍্য সৎ পাঠক নিশ্চয়ই তাকে আগামীদিনে অভিনন্দন জানাবে

    উত্তরমুছুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...