মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

বঞ্চনা || কমল কৃষ্ণ কুইলা || কবিতা

 বঞ্চনা

কমল কৃষ্ণ কুইলা 




সরকার আসে যায়

কিন্তু বঞ্চিতরা, বঞ্চিতই থেকে যায়

বিরোধী চেয়ারে বসে সবাই

শুধু বাতেলা মেরে যায়

আবার সেই দলই ক্ষমতায় এসে

মানুষকে বঞ্চনা করে যায়।


তবুও আমরা অর্থের লোভে

দেশের উন্নতি ভুলে 

লাইনে দাঁড়িয়ে ভোট দিই তাদের

শুধু দুহাত তুলে।


জানি সে ডাকাতি খুন

কিংবা নারী ধর্ষণ করে 

কখনওবা বড়াই করতে 

ডিগ্রী জাল করে।


উন্নয়ন লবডঙ্কা 

শুধু রাজনীতিই হয় 

দলাদলি আর লাঠালাঠি

মানুষ যে পিছিয়ে রয়।


ধর্মের আফিঙ খাইয়ে নেতারা 

করছে বাজিমাত

অন্ধ ভক্ত সেজে সবাই 

করছে প্রণিপাত।


ইস‍্যু ঢাকতে ইস‍্যু তৈরি 

করছে নেতাগণ

অথৈজলে হাবুডুবু খায়

শুধু জনগণ।


ঘুরে দাঁড়াতেই হবে  

ওঠো দেশবাসীগণ

নিজ জ্ঞানে বিচার কর

বৃথা আত্মসমর্পণ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...