রঙ বদল
ফটিক চৌধুরী
রঙ বদলাচ্ছে পুরনো পৃথিবী
বাল্মিকীর উইঢিপি থেকে উঠে
আসছে দস্যু রত্নাকর, তার পাপের
দায় সবাই গাঝাড়া দিয়ে দিচ্ছে।
কিংবা কালিদাস হয়ে বসে ডালটি
কাটছি সেই ডালে বসেই,আর
দোষ দিচ্ছি পাড়া-পড়শিকে।
এখন বৃক্ষ বলছে: বোঝো ঠ্যালা
পাখি বলেছে : আকাশ আমাদের
অরণ্য বলছে : প্রবেশ নিষেধ
নদী বলছে : প্লাবন আনব
সূর্য হাসছে সাতরঙের সেই হাসি।
আর রঙ বদলে বদলা নিচ্ছে পৃথিবী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন