# পাঁচটি [ শালার ] ব্যবস্থা,আর দরিন্দগী
অভিজিৎ দাসকর্মকার
নির্ভরশীল রাস্তার দু'দিকে সুনশান নেপোলিয়ন সাম্রাজ্য, সংহিতা-র ভাগ নিয়ে স্পাইনাল কর্ড, কর্ড লিভার অয়েল,
এবং
দ্বিতীয় সারির লিভার চেপে যে মেয়েটি রাত্রি যাপন করেছিল হ্যালোজেনের নীচে, লা হল বিলা কুওয়াত্____
ওরা অঙ্গপ্রত্যঙ্গে মহাজনপদের গোনাগুনতি ১৬টি আঁচড় দিয়েছিল___
কলিঙ্গের ময়দানে চণ্ডাল অশোকগাছের দরিন্দগী, টস টস করে পড়েছে সারা মৌর্যযুগ ধোরে__
জানলা থেকে দেখছো(?) মৌজ~ মস্তি~মনে মনে খিস্তি ~হায়নাদের হাসি আর মহিষাসুরমর্দন, উফ্
এরপরও
গীতগোবিন্দ বিবর্তিত ~রঙ্গবতী / গজনীর গোড়ার মাটিতে টেবিল বিছিয়ে বসা তুঘলক বংশীয় indecisions , এবং
জিন্দাপীরের প্রাচীর থেকে লক্ষ্য করছে, ওরা
অন্তর্বাস
↓
জন্মপথ
↓
বীনা অনুমতিতে একেরপর এক ভিতরে আসা যাওয়া
↓ হে ঈশ্বর দাগে দাগ বলাচ্ছো (!)
ঝুল পড়া মুকুটহীন রাজার অদর্শলিপি/ গলা চেপে বসা ফাঁসি /নারী ≈ জন্মভূমি
হাতে রইল
শুধু পাঁচটি [ শালার ] ব্যবস্থা, আর
খাঁ খাঁ করছে দীন-ই-ইলাহীর অক্ষর, এবং
পূর্বাহ্ন ৭:৪৩ মিনিটের পরের অনিবার্য জ্যোৎস্না-শরীরের দহন
*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন