মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

দশটি হাইকু || ফটিক চৌধুরী || কবিতা

 দশটি হাইকু

ফটিক চৌধুরী



১. রবিঠাকুর

কাছে টানে নীরবে

বাড়ায় হাত।


২.প্রাণের টানে

কবিতায় এসেছি

কবিতা জানে!


৩.রাত বাড়ুক

আসবে সুপ্রভাত

তোমার জন্য।


৪.ঘুমের ঘোরে

তোমাকে প্রতিরাতে

কাছেই পাই।


৫.দিবস রাতি

চোখেরই পাতায়

জীবন মাখি।


৬.আমি অতল

খুঁজি, তুমি যেখানে

থাক গভীরে।


৭.কিসের টানে

চেয়ে আকাশ পানে

মনই জানে।


৮. পুরনো দিন

পথের পাশে জমে

কুড়িয়ে নেবে?


৯.ভীষণ খরা

প্রবল ধারাপাত

আসুক জরা।


১০.প্রহর গোনো

দেখ যমদূত কী

আছে দাঁড়িয়ে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...