কবিতা
উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৫ / সোমনাথ বেনিয়া
প্রিয় ডেয়োপিঁপড়ের কাছে সুগার কিউবের স্বচ্ছ আবদার রাখি
পরম তৃপ্তি ডায়াবেটিক শরীরে, ঝোপঝাড়ে পতঙ্গের উল্লাস
কালকেউটের আমৃত্যু প্রেম কলমিলতার নধর ডগার সাথে
এভাবেই গরম ভাতের স্বপ্নে খিদের আয়ু বাড়ে প্রতিদিন
মৃত্যু তার হতাশ্বাস নিয়ে বনবিড়ালের উঁকি দেয় বেলাশেষে
আসলে বিচলন, স্থির থাকার অভিপ্রায় থকথকে জেলির রূপক
বীজ শূন্য নয়, টেলিস্কোপে কালপুরুষ প্রশ্নবোধক, নিশ্চল উত্তর
এই সংসারের পাতা উলটে অগ্রদানী পুরোহিতের ভূমিকা অনস্বীকার্য
তাই তো শবদেহের তল্লাশি বৃথা যায়, নিজেই প্রমাণের কুরুক্ষেত্র
পাহাড়ের গা বেয়ে উড়ন্ত ঈগলের নিম্নগতি ভীষণ আনন্দদায়ক
অথচ দুরুদুরু বুক পাহাড়ের খাঁজে হিমসংক্রামিত হয়ে আছে
পাদদেশে রঙিন ফুলের বাহার, রক্তের ক্রোড়পত্র, শিরোনামে প্রত্নস্বপ্ন
রাতে চাঁদের আলোর নাম জ্যোৎস্না, দিনের ইতিহাসে অদৃশ্য নগ্ন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন