বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

আটপৌরে কবিতা ৯৮৬-৯৯০ || নীলাঞ্জন কুমার || তথ্যপ্রযুক্তি যুগের কবিতা

আটপৌরে কবিতা

নীলাঞ্জন কুমার


৯৮৬

আন্দোলিত/  উড়ন্ত/  এগোন
        ) ঝাপটানি  (
    বাতাস সরে সরে যায় ।

৯৮৭

শক্তি / তেজ/  ভয়হীনতা
        ) তাকত  (
লড়াকু মানুষের সঙ্গে থাকে ।

৯৮৮

দেবী/  নারীশক্তি/  অশুভবিনাশিনী
         )  মহিষমর্দিনী  (
    ঘরের মনের প্রাণের উৎসব ।

৯৮৯

আমোদ/  ব্যতিক্রম/  মুক্তি
          ) পরব (
   বোঙার প্রসাদ বড় মধুর !

৯৯০

বর্তমান/  হালহকিকত/  খবরাখবর
          )  হালচাল  (
     সব কুছ ঠিকঠাক হ্যায় ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...