আজ আবার আনন্দ আয়োজন
কমলেশ নন্দ
সরষে ক্ষেতে ছড়ানো ছিটানো
শৈশবের সব রঙ
আজ আবার আনন্দ আয়োজন।
রঙ ছড়ানো লম্বা এক দিন।
মা দেখছে বেড়ে ওঠার চেষ্টা।
মা দেখছে বেড়ে ওঠার আগে ও পরের আধখোলা পাতা।
আজ সারাদিন বৃষ্টি আর মুগ্ধতায়।
নিজের নিজের ভাষায় খুঁটতে খুঁটতে।
আকাশ এসে শুনিয়ে গেল
শব্দহীন এক নদীর কথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন