মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

আটপৌরে কবিতা ৮৭৬-৮৮০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা

নীলাঞ্জন কুমার




৮৭৬

জীবন/  নিয়তি/ সময়
        ) শ্বাসক্ষয়  (
আমাদের ঠিকঠাক  বুঝিয়ে দেয় ।

৮৭৭

মানবতা/  মমতা/  মহত্ব
         ) মানবপ্রকৃতি  (
আজ হারানো প্রাপ্তি নিরুদ্দেশ !

৮৭৮

সম্পূর্ণ/ ইতিবৃত্ত/  ইতিবাচক
           ) ইতিকথা  (
কখন কালজয়ী হয়ে যায় ।

৮৭৯

ছাত্র/  মেধাবী/  প্রজ্ঞাবান
       ) জ্ঞানার্জন  (
করলে তবে সম্ভব হয় ।

৮৮০

ভোগ/ দখল/  লাভ
      ) আহরণ  (
না করলে হয় না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...