দারুণভাবে সফল হল "নিউ নরমাল আই-ফেস্ট ২০২০"
বিশেষ প্রতিবেদন, দৈনিক বাংলা নিউজ ডেস্ক, ২৩ অক্টোবর || আজ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃৃৃতিমন্দিরে অনুষ্ঠিত হল i-সোসাইটি আয়োজিত "নিউ নরমাল আই ফেস্ট ২০২০" ৷ ছিল সংবর্ধনা জ্ঞাপন, পত্রিকা ও বই প্রকাশ ডিজিটাল কবি সম্মেলন ৷ ছিল মাস্ক স্যানিটাইজার ও পুষ্প দিয়ে বরণ ৷ একটি নতুন ওয়েবসাইটও প্রকাাশিত হয়েছে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন