বুধবার, ২১ অক্টোবর, ২০২০

আটপৌরে কবিতা ৯৫১-৯৫৫ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা

নীলাঞ্জন কুমার


৯৫১

ইশারা/  চাউনি/ মুখভাষা
       ) মনোভঙ্গি  (
বুঝিয়ে দেয় মানুষের চরিত্র ।

৯৫২

ঘটনা/  সংবাদ/  গল্প
        ) বিষয়বস্তু  (
রোমান্ঞ্চকর হলে তবে আকর্ষক ।

৯৫৩

অহং/  গর্ব/  আনন্দ
       ) আত্মশ্লাঘা  (
বোধ কখনো বিষ হয় ।

৯৫৪

অনুষ্ঠান/  স্মৃতিতর্পণ/  পরাক্রমণ
          ) প্রভাতফেরী  (
পঁচিশে বৈশাখ দারুণ লাগে ।

৯৫৫


প্রতিশোধ/ দ্বন্দ্ব/  অভিযোগ
      ) দোষারোপ(
করা আমাদের একান্ত অসুখ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...