সুজন
ফটিক চৌধুরী
কোনো পাখি যদি ডেকে যায়
তার কূজনে আমি সুজন হয়ে যাই।
তেঁতুল পাতার সুজন আর নেই
এখন ন'জনে ন'টি পাতা
টকের জ্বালায় কেউ বাস করে না সেখানে।
পৃথিবীর সবটুকু আলো কেড়ে নিচ্ছে
কুশাসক ও মাফিয়া
অন্ধকারে ঘোরাফেরা করে কবন্ধ মানুষ
তার ভয়ে সবাই আজ কৃষ্ণগহ্বরে
কে কার জন্য বেরিয়ে আসবে, অসময়ে?
তবুও এই হেমন্তে কোনো পাখির ডাকে
কূজিত হলে আমাকে কি সুজন বলবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন