শারদ অনুষ্ঠানে রঘুবংশ || দৈনিক বাংলা ডেস্ক
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর, ১০ অক্টোবর || আজ মেদিনীপুর ফিল্ম সোসাইটি হলে উদযাপন করা হল রঘুবংশ শারদ অনুষ্ঠান ৷ হাতে হাতে স্যানিটাইজার দিয়ে দৈহিক দূরত্ব বজায় রেখে শহরের কবি সাহিত্যিক শিল্পীরা অংশ নিলেন সমসময়ের চিন্তন বিনিময়ে ৷
প্রায় চল্লিশ জনের উপস্থিতিতে আন্তরিকতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানটিকে ঘিরে উপস্থিত ব্যক্তিবর্গের আগ্রহ ছিল প্রশংসার যোগ্য ৷ অনুষ্ঠানে প্রকাশিত হয় রঘুবংশ পত্রিকার সপ্তম বর্ষ শারদ সংকলন ৷ সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য বলেন প্রায় ১০টি জেলার কবিসাহিত্যিকরা লেখা পাঠিয়ে সম্মৃৃৃৃৃদ্ধ করেছেন পত্রিকাকে ৷ অনুষ্ঠানে এবার প্রথমবারের মতো সংবর্ধনার আয়োজন করা হয় ৷ সংবর্ধনা দেওয়া হয় বিশিষ্ট গবেষক ড.শান্তনু পান্ডা এবং তথ্যপ্রযুক্তি যুগের পথপ্রদর্শক কবি সৌমিত্র রায়কে ৷ কবিতাপাঠ করেন অরবিন্দ মুখোপাধ্যায় মৃৃৃত্যুঞ্জয় জানা পার্থসারথি শ্যাম প্রমুখ ৷ বক্তব্য রাখেন সুদীপকুমার খাঁড়া মনিকাঞ্চন রায় পাঞ্চালী চক্রবর্তী প্রমুখ ৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রীতা বেরা ৷ সমাপ্ততি ভাষণ দেন রঘুবংশ সংস্থার নবনিযুক্ত উপদেষ্টা ইন্দ্রদীপ সিনহা ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন