কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
নিজস্ব ভূমিকা । সুবোধ সেনগুপ্ত । পরিবেশনা : দেজ পাবলিশিং । কুড়ি টাকা ।
' চল/ সব ভুলে/ চন্ঞ্চল উপত্যকা/ বন্ধুকে রেখেছে ওই/ দিবালোক - ছিন্ন বনভূমি ।' (' শেষ কিছু '), ' এখন অরণ্য যাকে/ বুকে ধরে আছো/ অসংখ্য সে তারা শুধু/ চাঁদের আশ্বাস মোটে নয় ।'(অমাবস্যা '), ' আসে তারা কেন? / ভরা মন যেন/অরিক্ত, / ভরা সব ঘর । ('বোধ')
এর মতো ছোট্ট ছোট্ট কবিতায় আচ্ছন্ন কবি সুবোধ সেনগুপ্ত- র ' নিজস্ব ভূমিকা ' কাব্যগ্রন্থটি পাঠকবর্গকে আকর্ষণ না করার কারণ যথেষ্ট রয়েছে ।
কিছু ধোঁয়াশা, কিছু অপ্রাসঙ্গিক তাঁর গঠিত কবিতাগুলো প্রত্যাশা মেটায় না বলেই এই কবির কবিতাকে মান্যতা দেওয়া যায় না । তাঁর অহৈতুকী কাব্যবিন্যাস, তালগোল পাকানো ব্যঞ্জনা থেকে কতটা কবিতা পাওয়া যায় তা পাঠক বুঝে নিতে পারবেন এই সব পংক্তিতে: ' অনানন্দ কবিতার নাম/ দুঃখের পরিধি তার/ রেখায় রেখায় দুর্নাম ।',( ' কবিকথা ') ' লগন যদিই পাও/ সূর্য চন্দ্র সমন্বয়ে / তবে যে আলোতে তুমি আছো । '( ' বিংশ শতাব্দী ' ) -র মতো মাথার ওপর দিয়ে চলে যাওয়া কবিতাকর্ম পাঠকের দীর্ঘশ্বাস ছাড়ার কারণ হয়ে উঠতে পারে । প্রচ্ছদে চারু খানের কিছুই করার ছিল না, তাই আলোচনা অপ্রয়োজনীয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন