কিছু বই কিছু কথা। নীলাঞ্জন কুমার
সম্পর্ক চার নম্বর প্ল্যাটফর্মের । কুমারেশ চক্রবর্তী । পাঠক । আশি টাকা ।
কবি কুমারেশের সম্পর্ক স্থাপনের এক বিশেষ গুণ, ব্যক্তিগত ও কবিতার দিক থেকে লক্ষ্য করা যায় । সেই সম্পর্কগুণ পাই তাঁর দশ নম্বর কাব্যগ্রন্থ ' সম্পর্ক চার নম্বর প্ল্যাটফর্মের ' র ভেতর দিয়ে । সে কারণে তিনি অবলীলায় লিখে ফেলতে পারেন ' যেভাবে প্রথম ভালোলাগা মেয়েটার বাড়ি টপকেই/ পাশের বাড়ির কনেকে নিয়ে বিয়ের পিঁড়িতে খুব হাসিখুশি- / বসে পড়ছে ছেলেটা! '( ' শব্দ '), কিংবা ' তাকে কিন্তু বাড়ি ছাড়া করব না- / শব্দের মধ্যে শব্দ গুঁজে দিয়ে/ আমি মেঘের হাতেই আবার ধরিয়ে দেব চিঠি .....' ( ' এক জানালার কথা ')।
কুমারেশের সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে স্বাগতম লেখা ব্যানার, বেলেল্লা বাতাস, জলজ পোকামাকড়, প্রতারক, বান্ধবীর সঙ্গে কথা কাটাকাটি , ফুটপাথ দখলদারি, প্রতিপক্ষ, ভোট রাজনীতি , দ্রব্যমূল্য বৃদ্ধি ও সর্বোপরি কবিতা ।এই সব সম্পর্কের অঙ্গীভূত দিক গুলি নিয়ে চার ফর্মার বইটি গড়ে তুলতে চেষ্টা করেছেন কবি । যা বইটির টিউনিংএর কল্যাণে পড়া যায় ।
কবির শবচয়ন ও কাব্যসৌকর্য প্রশংসিত হয়ে ওঠে যখন পড়ি, : ' চাঁদের ছায়ারা নেমে এসে ফোকলা দাঁতে মাঝেমধ্যে খুনসুটি করে ....'( ঘরের গদ্য ') , 'শেষ
বিকেলের পথে মাঠে ঘেরা বৃষ্টি- / পৌষসংক্রান্তির রোদে আত্মজার পাতে পিঠেপুলির মতো সত্যি ...' ( ' লুঠ হতে হতে ')। সারা বইটিতে ছড়ানো আছে এ ধরনের সুন্দর, যা ভেতর থেকে খুঁজে নিয়ে আনন্দ পাওয়া যায় । দেবাশিস সাহার প্রচ্ছদ কুমারেশের কবিতার সঙ্গে তাল মিলিয়ে গড়ে তোলা । ভালো লাগে তাঁর নিজস্বতা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন